Saturday, August 29, 2015

rosAlo

সবজান্তা সমীপেষু

আপডেট: | প্রিন্ট সংস্করণ
জন্মের সময় শিশুরা কাঁদে কেন?
আবু সাঈদ, দিনাজপুর
* বিপজ্জনক পৃথিবীতে সারা জীবন থাকতে হবে, সেই ভয়ে।
ঘুম থেকে উঠে দেখলেন আপনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হয়ে গেছেন, তখন কী করবেন?
মো. হুসাইন, নতুন উপশহর, যশোর
* বিশ্বব্যাংকে বসে আপনাদের প্রশ্নের উত্তর দেব।
যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখন তাদের মতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো থাকে কেন?
রিয়াজুল হাসান, কাউনিয়া, বরিশাল
* কারণ, অতীতে তারা বিরোধী দল ছিল।
ম্যানহোলের ঢাকনা চুরি রোধে কী করা যায়?
মো. শামীম হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর
* ঢাকনাবিহীন ম্যানহোলের ব্যবস্থা করতে হবে।
ডাক বিভাগের প্রতীক কচ্ছপ হলে, ই-মেইলের প্রতীক কী?
রোহিত রুদ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম
* আমাদের ইন্টারনেটের যা স্পিড, তাতে ই-মেইলের প্রতীকও ওই কচ্ছপ!
ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দিতে চায় না কেন?
এস এ মুরাদ সরকার, চুনারুঘাট, হবিগঞ্জ
* বাসা পেলেই বিয়ে করে ব্যাচেলর ডিগ্রি হারিয়ে ফেলতে পারে, এই ভয়ে।
সেরা প্রশ্ন
আগের বছরের চেয়ে এ বছর এইচএসসি পরীক্ষায় এ প্লাস কম কেন?
খায়রুল ইসলাম, কুশমইল, নওগাঁ
* আগের বছরগুলোতে বেশি দেওয়ায় এবার কম পড়ে গিয়েছিল বলে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment